আমার ওয়েব সাইট সম্পর্কে

গ্রাম বাংলা আইটি সম্পর্কে জানুন 

গ্রাম বাংলা আইটি হলো  সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ব্লগিং ওয়েব সাইট, আমরা এই ওয়েব সাইটে বিভিন্ন ধরণের প্রযুক্তি ও অন্যান্য বিষয়ক ব্লগ পৌষ্ট পাবলিস্ট করি এবং সেই পৌস্টে সঠিক তথ্য দিয়ে থাকি। ও আমরা একজন বেকার ব্যাক্তিকে ফ্যিল্যান্সিং জগতের সম্পুর্ন  জ্ঞান প্রদাণ করে, ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে সহায়তা করে, গ্রাম বাংলা আইটি

গ্রাম বাংলা আইটির প্রতিষ্ঠাতাঃ ইব্রাহীম 


আমার নাম মোঃ ইব্রাহীম হোসেন,, আমি একজন উদিয়মান ফ্রিল্যান্সার, আমার বাসা রাজশাহীর জেলার, বাগমারা থানার, তাহির একডালা গ্রামে, আমি একটি নিম্নবিত্ত পরিবারের ছেলে,  আমার পরিবারের সদস্য সংখ্যা ৬ জন আর আমার পরিবারে একজন  ইনকাম  করেন তিনি হলেন  আমার পিতা, আমিও একদিন আমার পরিবারের জন্য অথ্য উপার্জন করবো। 


আমি রাজশাহী জেলা বাগমারা থানার চাঁনপাড়া গ্রামে ২০০০ সালে জন্ম গ্রহণ করি,  আমি আমাদের গ্রামের সরকারি  প্রতিষ্ঠান থেকে, প্রাথমিক শিক্ষা ও গ্রামের বিদ্যালয় থেকে জে এস সি পাশ করি, এবং বাগমারা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল থেকে এস এস সি পাশ করি, ও চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে, (ইলেকট্রিক্যাল টেকনোলজি) নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। 

ছোট বেলা থেকে আমার জীবনে একটি উদ্দেশ্য ‍ছিলো লেখা পড়া করে যেকোনো একটি প্রতিষ্ঠান গড়ে তুলবো, এবং বেকার মানুষের কর্মসংস্থান তৈরি করবো, এখন বড় হয়ে সেই স্বপ্ন বুকে নিয়ে নিজের লক্ষে পৌছানোর চেষ্টা করছি, ভবিষ্যৎতে আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করবো।

গ্রাম বাংলা আইটির ভবিষ্যৎ পরিকল্পনা   


গ্রাম বাংলা আইটির ভবিষ্যৎ পরিকল্পনা কি-তা আপনাদের মাঝে উপস্থাপন করা হলো,  গ্রাম বাংলা আইটি হলো একটি ফ্রিল্যান্সিং এর  ডিজিটাল মার্কেটিং  সেক্টর।   এই আইটি সবচেয়ে বড় ও বিশ্বস্ত ব্লগিং ওয়েব সাইট, আমরা ওয়েব সাইটে বাংলা অথেন্টিক কন্টেইন,  ব্লগ পৌষ্ট ও অন্যান্য প্রযুক্তি বিষয়ক পৌষ্ট এই  আইটিতে প্রকাশ করে থাকি। 


গ্রাম বাংলা আইটি  ভবিষ্যতে এই ফ্রিল্যান্সিংএর মাধ্যমে নিজ গ্রামের সকল বেকার কে কর্মসংস্থান এর ব্যবস্থা করবে, গ্রাম বাংলা আইটির প্রতিষ্ঠাটা দেশের বেকারত্ব দুর করার জন্য সর্বদা কাজ করবে। ইনশাআল্লাহ,, যাতে করে আমাদের দেশে যেগুলো বেকার   আছে তারা যেন  ফ্রিল্যান্সিং শিখে সেই জ্ঞান কে কাজে লাগিয়ে নিজের পরিশ্রমের আয় করবে       

আপনি যদি গ্রাম বাংলা আইটি  পরিবারে সদস্য হতে চান তাহলে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবেন, এবং এই ফ্রিল্যান্সিং এর জ্ঞান কে কাজে লাগিয়ে নিজে একজন সফল উদ্দক্তা হতে পারবেন,  এবং নিজেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন।  আসুন আমরা সবাই বিশ্বস্থ প্রতিষ্ঠান OdinariIT থেকে ফ্রিল্যান্সিং শিখি  দেশের বেকারত্ব দুর করি।

আমাদের গ্রাম বাংলা আইটির সাথে থাকুন,,, এই আইটি কে সার্পোট করুন, এবং গ্রাম বাংলা আইটি পরিবারের সদস্য হউন।

গ্রাম বাংলা আইটির  সাথে যোগাযোগ করার ঠিকানা।  


      
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url